প্রকাশিত: ১৩ অগাস্ট, ২০২৪ ০৬:৩৯:৩৪ || পরিবর্তিত: ১৩ অগাস্ট, ২০২৪ ০৬:৩৯:৩৪
নিজস্ব প্রতিবেদক: কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের নানান অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সাব্দী দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা হলরুমে এ সাংবাদিক সন্মেলন করা হয়।
এলাকার বাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। তিনি লিখিত বক্তব্যে বলেন আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান আওয়ামী লীগের ক্ষমতার দাফট দেখিয়ে সাব্দী এলাকার মানুষের জমি দখল, নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা, হামলা সহ নানা ভাবে হয়রানি চালিয়ে আসছে।
এছাড়াও তার আরিফা ফুড প্রোডাক্ট সরকারী ট্যাক্স ফাঁকি ও কোম্পানিতে ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা।
তিনি ইতিমধ্যে ১০ টি পরিবারের অর্ধশতাধিক ব্যক্তির নামে হয়রানি মূলক মামলা করে সর্বশান্ত করেছে। এছাড়াও কোম্পানির শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে চাকুরী হারানো সহ মানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি ইতি পূর্বে সাব্দী আলিম মাদ্রাসা সহ ৪ ব্যক্তির জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক সন্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত দাবী করে শাস্তির দাবী জানান।
সাংবাদিক সন্মেলনে আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, সাব্দী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,মাদরাসা শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য রোস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রজন্মনিউজ২৪/মুশ
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা
গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক
চকলেট খেতে বাধা দেয়ায় ক্ষেপলেন সাবেকমন্ত্রী কামরুল
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার
ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগ, আটক ১
কোনো রাজনৈতিক দল নয় আমার সমস্যা ভারতীয় আগ্রাসন